বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০৯:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষকলীগের উদ্যোগে মঙ্গলবার কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আবদুজ জাহের সাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশারেফ হোসেন রাসেল।
উপজেলা কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল বাছেত, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হাওলাদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান হাওলাদার, সদস্য মনিরুল হক মিয়া, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ইউছুফ হোসেন হেলালী, হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন ও পাটারীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ আওয়ামী লীগ ও কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply