বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে টানা তিনবার জয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন আব্দুল খালেক কোম্পানি। ২০ নভেম্বর অনুষ্ঠিত পুনর্নির্বাচনে ইউনিয়নটির তিন নম্বর ওয়ার্ড থেকে বিপুুল ভোটে সদস্য নির্বাচিত হয়ে তিনি জয়ের এ হ্যাটট্রিক করেন। এর আগে একই ওয়ার্ড থেকে তিনি দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্ত ভোটকেন্দ্র নির্ধারণ সংক্রান্ত মামলায় উচ্চআদালতের নির্দেশে ২৬ ডিসেম্বর তিন নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন ওয়ার্র্ডটির ভোটগ্রহণের উদ্যোগ নেয়। সে অনুযায়ী ২০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আব্দুল খালেক কোম্পানি (প্রতীক-টিউবওয়েল) ৯১৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাব উদ্দিন সাবু মোরগ প্রতীক নিয়ে ৪৬৩ ভোট পান।
হ্যাটট্র্রিক জয়ের প্রতিক্রিয়ায় আব্দুল খালেক কোম্পানি জানান, ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে তিনি প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন। এর পর ২০১১ সালের নির্বাচনেও তিনগুণ বেশি ভোট পেয়ে তিনি পুনরায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি বলেন, সুখে-দুঃখে পাশে পাওয়ায় এলাকাবাসী বারবার তাকে বিপুল ভোটে নির্বাচিত করছেন। এ কারণে তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply