বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এখনো শিক্ষকতার মমত্ববোধ লালন করেন ইউএনও মোঃ কামরুজ্জামান।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে একবছর হয় তাঁর যোগদানের। যোগদানের পর থেকেই করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ছিলো কার্যত প্রায় বন্ধ। কিন্তু শিক্ষার মানোন্নয়ন নিয়ে তাঁর ভাবনার প্রতিফলন দেখা গেছে। নিজের থেকেই তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের সাথে আন্তরিকতাপূর্ণ আলাপচারিতায় প্রাধান্য দিয়েছেন শিক্ষাকে।
একাধিক সভায় শিক্ষার গুনগত মানোন্নয়ন নিশ্চিত করতে উদ্বুদ্ধকরণ ও পরামর্শ প্রদান করেছেন তিনি।
দাফতরিক কাজের ফাঁকে ছুটে চলেন বিভিন্ন প্রতিষ্ঠানে। শিখন শেখানো কার্যক্রম তদারকির পাশাপাশি নিজেকে উপস্থাপন করেছেন একজন জাত শিক্ষক হিসেবে।
যেন মহান এ পেশার প্রতি অবিচ্ছেদ্য মমত্ববোধ এখনো তাড়া করে ফিরছে সাবেক এ শিক্ষককে।
জানা গেছে, বিসিএস ক্যাডারে জয়েন পূর্ব ঢাকার একটি ঐতিহ্যবাহী স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন তিনি।
Leave a Reply