সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন রোববার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারদের কার্যালয়ে ওইসব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২৮, সদস্য পদে ১৮৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৬ জন প্রার্থী রয়েছেন।
কমলনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চরলরেন্স ইউপিতে চেয়ারম্যান পদে দুই, সদস্য পদে ৩৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন, চরমার্টিন ইউপিতে চেয়ারম্যান পদে ১১, সদস্য পদে ৫২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং চরকাদিরা ইউপিতে চেয়ারম্যান পদে ৯, সদস্য পদে ৪৭ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে রামগতি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চরগাজী ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান পদে ছয়, সদস্য পদে ৫২ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জায়েদুল হোসেন চৌধুরী জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। ২১ অক্টোবর ওইসব প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। আর ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply