বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন রোববার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারদের কার্যালয়ে ওইসব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চরলরেন্স ইউপিতে দুইজন, চরমার্টিনে ১১ জন এবং চরকাদিরা ইউপিতে নয়জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চরলরেন্স ইউপিতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন (আওয়ামী লীগ) ও মো. সোলাইমান (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেন। চরমার্টিন ইউপিতে মনোনয়নপত্র দাখিল করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া (আওয়ামী লীগ), বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলী আহাং (স্বতন্ত্র), আব্বাস উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী), জেএসডি নেতা আব্দুল বাতেন বাবুল মুন্সী (স্বতন্ত্র), মাকছুদুর রহমান মানিক (স্বতন্ত্র), মো. নুরনবী (স্বতন্ত্র), নুর হোসেন (স্বতন্ত্র), মো. ইব্রাহীম (স্বতন্ত্র), মো. আল আমিন (স্বতন্ত্র), জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র) ও আব্দুল কাদের (ইসলামী আন্দোলন)।
অপরদিকে চরকাদিরা ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন-বর্তমান চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ (ইসলামী আন্দোলন), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজন রাজু (আওয়ামী লীগ বিদ্রোহী), সাবেক চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিক উল্যাহ বাংলা নেতা (আওয়ামী লীগ বিদ্রোহী), ইব্রাহীম বাবুল (স্বতন্ত্র), জয়নাল আবদীন (স্বতন্ত্র), মহিউদ্দিন হাওলাদার (স্বতন্ত্র) ও শরিফুল ইসলাম (স্বতন্ত্র)।
কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জায়েদুল হোসেন চৌধুরী চেয়ারম্যান পদে ২২ জনের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply