মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১০:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিনটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দ্বিতীয় ধাপের এ নির্বাচনে চরলরেন্স ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টার; চরমার্টিন ইউনিয়নে বতর্মান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলী মিয়া এবং চরকাদিরা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৬ অক্টোবর। আর ১১ নভেম্বর ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply