বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নতুন এ কমিটির অনুমোদন দেন। এর আগে ২০১৩ সালে কমলনগর উপজেলা ছাত্রদলের চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।
নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম জানান, ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটিতে সাজ্জাদ হোসেন সাজুকে আহ্বায়ক ও জাফর আহমেদ ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়েছে। আহ্বায়ক-সদস্য সচিব ছাড়াও এ কমিটিতে ওসমান গণি রিফাত, মো. ইসমাইল, আক্তার মাহমুদ, আল-আমিন হোসেন রিয়াজ, আবদুস সাত্তার, আব্দুল জলিল, মেহেদি হাসান রায়হান, আশ্রাফ উদ্দিন সোহেল, মাঈন উদ্দিন, জুয়েল হাওলাদার, আক্তার হোসেন, জামাল আবগানী, বাচ্চু মোল্লা ও মাইদুল হাসান শামীমকে যুগ্ম-আহ্বায়ক এবং হাবিবুল বাসার নিলয়, শাহাদাত হোসেন, গিয়াস উদ্দিন শাকিল, হেলাল উদ্দিন ও মাকসুদ আলম আপনকে সদস্য করা হয়।
তিনি বলেন, আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত সময়ের পর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
Leave a Reply