শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন

রামগতিতে মাকে মারধরের অভিযোগে দুই ছেলেসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে মাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগে দুই ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-আহত গৃহবধূ আরজু বেগমের দুই ছেলে ইয়াছিন আরাফাত ও আরিফ হোসেন এবং স্বামী আনোয়ার হোসেন। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জের ধরে শনিবার সকালে দুই ছেলে আরাফাত ও আরিফ এবং স্বামী আনোয়ার গৃহবধূ আরজু বেগমের ওপর হামলা চালায়। তাদের বেধড়ক পিটুনিতে আরজুর হাত ভেঙে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আরজু বাদি হয়ে বুধবার রাতে দুই ছেলে ও স্বামীসহ চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মামলা দায়েরের পর বুধবার রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামিকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!