বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১০:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে সিনোফার্মের করোনার টিকা শেষ হয়ে যাওয়ায় প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নতুন বরাদ্দ না থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বুধবার প্রথম ডোজের টিকাদান আপাতত বন্ধ ঘোষণা করেন। এতে করে সুরক্ষা অ্যাপে নিবন্ধনকারী উপজেলার সাড়ে ১৮ হাজার মানুষ প্রথম ডোজের টিকার অপেক্ষায় রয়েছেন। তবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ গ্রহীতাদের টিকা কার্যক্রম চালু রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় ১৭ হাজার ৫৫০ জনকে সিনোফার্মের প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গণটিকার আওতায় ৭ আগস্ট উপজেলার নয়টি ইউনিয়নে ৫ হাজার ৪০০ জনকে সিনেফার্মের টিকা দেওয়া হয়। এছাড়া সুরক্ষা অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ হাজার ১৫০ জনকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুরক্ষা অ্যাপের হিসাব অনুযায়ী নিবন্ধনকারীদের মধ্যে এখনো প্রথম ডোজের টিকার অপেক্ষায় রয়েছেন ১৮ হাজার ৫৯৭ জন।
এদিকে প্রথম পর্যায়ে অ্যাস্ট্রাজেনেকার টিকাগ্রহীতাদের মধ্যে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকা দেওয়া পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ৫ হাজার ৪৫৮ জন করোনার টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, সিনোফার্মের টিকার বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় বুধবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। টিকা বরাদ্দ পেলে পুনরায় কার্যক্রম শুরু হবে। এখন শুধু অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে।
Leave a Reply