বিশিষ্ট আলেমে দ্বীন লক্ষ্মীপুরের রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আলী হোছাইন পাটোয়ারী (৭০) আজ শনিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের সময় ঢাকাস্থ বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
পারিবারিক সূত্র জানান, তিনি দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি নিচ্ছিলেন।
মরহুমের নামাজে জানাজা (আগামীকাল) রবিবার সকাল ৯ টায় তার নিজ বাড়ি সংলগ্ন রামগতি উপজেলার চরকলাকোপা ইসলামীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে তার ইন্তেকালের খবরে জেলার রামগতি ও কমলনগর উপজেলার সর্বস্তরের আলেমসমাজ ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসে। আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান, রামগতি উপজেলার মাওলানা মোঃ আব্দুল হাকিম, কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, কমলনগর মাদ্রাসা শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, কমলগর মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মিজানুর রহমান মানিক, মাদ্রাসা শিক্ষক সমিতির হাবিব উল্লাহ বাহার, মাকছুদুর রহমান ফরাজি প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন। সমবেদনা জ্ঞাপন করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি।
Leave a Reply