শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন

কমলনগরে মাদ্রাসার মালামাল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে মাদ্রাসা নির্মাণকাজের সিমেন্ট, বৈদ্যুতিক ফ্যান ও তার চুরির অভিযোগে শেখ ফরিদ প্রকাশ ফরিদ ড্রাইভার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ফরিদ পার্শ্ববর্তী রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার রইস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কয়েক মাস ধরে চরফলকন আইয়ুবনগর এলাকার বেগম মানছুরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নির্মাণকাজ চলছিল। সম্প্রতি ওই নির্মাণকাজের জন্য সংগ্রহের ছয় ব্যাগ সিমেন্ট, ছয়টি বৈদ্যুতিক ফ্যান ও তার চুরি হয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. হাফিজ বাদি হয়ে কমলনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ চুরি হওয়া ওই সিমেন্ট স্থানীয় হাজিরহাট বাজারের একটি দোকানে ফরিদ ড্রাইভার বিক্রি করেন বলে নিশ্চিত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন জানান, মাদ্রাসার মালামাল চুরির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ফরিদ ড্রাইভারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!