শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

এমপি বাড়িতে ৪ মাসে ৩ অগ্নিকান্ডের রহস্য অনুদঘাটিত

মিজানুর রহমান মানিক :

নিষ্ঠুরতম এক ধ্বংসস্তুপ। যেখানটিতে ছিলো ৪ কক্ষ বিশিষ্ট সুসজ্জিত বনেদি বৈঠকখানা, আসবাবপত্র, তৈজসপত্র, কিচেনের সরঞ্জামাদি, অতি মূল্যবান দলিল দস্তাবেজ, উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তৈরি করা স্মৃতি বিজড়িত ডকুমেন্টস, এমপি হিসেবে অর্জনের দেশি-বিদেশি সম্মাননা রেকর্ড সহ ৫ বছরের এমপি থাকাকালীন নানান সংগ্রহ।
এখন সেই দুর্লভ ও গৌরবজ্জ্বল সংগ্রহের সবকিছুই পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত।
সরেজমিন গতকাল সোমবার রামগতির বড়খেরিতে সাবেক এমপি আব্দুল্যাহর (মামুন) বাড়ির নিদারুন চিত্র এটি।

বারবার সংঘটিত ঘটনার নেপথ্য উদঘাটন না হওয়ায় জনমনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। এ পর্যন্ত নেয়া আইনিপদক্ষেপও যথেষ্ট নয় বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত সাবেক এমপির ঘনিষ্ঠ সূত্র।
ঘটনার পরে স্থানীয় থানায় একাধিক জিডি এন্ট্রি করা হয়। কিন্তু কোনো প্রকার ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ।
স্থানীয় সাধারণের কাছে একজন দান বীর থেকে রাজনীতিক হয়ে ওঠা এই সদ্য সাবেক এমপি মামুন। আলাপচারিতায় বারবার দুবৃত্ত হানার শিকার এমপি মামুন তার বিরুদ্ধে ব্যক্তিগত কারণে কোনো শত্রুতা হতে পারে তা চিহ্নিত করতে পারেননি। তবু্ও একের পর এক আক্রমণে অনেকটা স্নায়ুবিক বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ জুন রাতে তার গ্রামের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। পরে খবর পেয়ে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার থেকে অগ্নিনির্বাপক দল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!