শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনরোধে জিও টিউব ব্যাগে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাতাব্বরহাট এলাকায় স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার এ কাজের উদ্বোধন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএম জাহাঙ্গীর, চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি হারুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুছাকালিমুল্লাহ, সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ধনু ও বিকল্পধারা নেতা মমিন উল্যাহ ইরাকি প্রমুখ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভাঙনরোধে আপদকালীন প্রকল্পের আওতায় কমলনগর ও রামগতি উপজেলার ১০টি স্পটে জিও টিউব ব্যাগে এ বাঁধ নির্মাণ করা হবে। প্রতিটি স্পটে ছয় মিটার দৈর্ঘ্য ও এক দশমিক ২৫ মিটার ব্যাসের বালুভর্তি ২০০টি করে জিও টিউব ব্যাগ দিয়ে বাঁধগুলো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমেদ বলেন, জিও টিউব ব্যাগের বাঁধ নির্মাণ করা হলে নদীর ¯্রােত বাধাগ্রস্ত হয়ে তীর থেকে দূরে সরে যাবে। এতে করে ভাঙনের তীব্রতা কমবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!