বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ হাজিরহাট উপকূল সরকারি কলেজে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলজে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও অনলাইনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে।
রোববার সূযোদয়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটির শহীদ মিনারে অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেনের নেতৃত্বে কলেজের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন, প্রভাষক মো. বেলাল হোসেন, মাইনউদ্দিন চৌধুরী রিয়াজ ও পপি রানী সরকার প্রমুখ।
পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Leave a Reply