শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আব্দুল্যাহকে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে দলের বিপক্ষে অবস্থান নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সদস্য আবি আব্দুল্যাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির আলোকে আবি আব্দুল্যাহকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবি আব্দুল্যাহ নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র পদে ভোট করছেন। উপজেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য আব্দুল্যাহ এর আগে দীর্ঘদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, রামগতি পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটুকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু আবি আব্দুল্যাহ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র পদে ভোট করছেন। যে কারণে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কেন্দ্রীয় কমিটি দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করেন।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান বিষয়টি নিশ্চিত করে জানান, আবি আব্দুল্যাহকে বহিষ্কার সংক্রান্ত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিটি বুধবার বিকেলে তাদের হাতে পৌঁছেছে।
এদিকে এ বিষয়ে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী আবি আব্দুল্যাহর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!