শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৪:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ হাজিরহাট উপকূল সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ ও মুক্তিযুদ্ধে শহীদ বীরসেনাদের জন্য দোয়ার আয়োজন করে।
বুধবার সকালে বিজয় দিবসের প্রথম প্রহরে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন সহকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম আজাদ, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মালেক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হুজ্জাত উল্যাহ যোবায়ের প্রমুখ।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরসেনাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
Leave a Reply