শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৯:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে চার জুয়াড়িকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ উপজেলার রামদয়াল বাজারের একটি দোকানে বসা জুয়ার আসর থেকে তাদেরকে আটক করেন। আটক জুয়াড়িরা হচ্ছেনÑউপজেলার চররমজি ইউনিয়নের চরমেহার এলাকার বাসিন্দা ইব্রাহীম খলিল (৩৮), সাকায়েত হোসেন (৩৪), মো. দুলাল (৫৫) ও এনামুল হক (৪০)।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, রামদয়াল বাজারের একটি দোকানে বসা আসরে জুয়া খেলা চলছে গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটক জুয়াড়িদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply