শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ১২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের কোভিড-১৯ করোনাভাইরাস সুরক্ষাবিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) রোববার চরফলকন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে। সংস্থাটির প্রোগ্রাম অফিসার দেব দুলাল হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি হারুনুর রশিদ।
কোডেকের উপজেলা সমন্বয়কারী মোকাম্মেল হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাশেম পলোয়ান, ইউপি সচিব মো. আফসার উদ্দিন, সাংবাদিক বেলাল হোসেন জুয়েল, ইউছুফ আলী মিঠু, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, মো. মোসলেহ উদ্দিন ও স্কুল শিক্ষক মাকছুদুর রহমান প্রমুখ।
সভায় করোনা প্রতিরোধে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply