শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ১২:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের প্রলোভনে যুবতি এক নারীকে (২২) ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাটারীরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। এর আগে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-ওই এলাকার ছায়েদল হকের ছেলে মো. সুমন (২৪) এবং একই এলাকার শামছল হকের ছেলে ছগির আহাম্মদ (৪৩)। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত ছগির নিজেকে ঘটক পরিচয় দিয়ে উপজেলার চরফলকন মাওলানাপাড়া এলাকার ওই নারীকে বিয়ে দেওয়ার নাটক সাজায়। প্রতিবেশী সুমনের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে তিনি ওই নারীকে বৃহস্পতিবার সন্ধ্যায় পাটারীরহাট এলাকায় নিয়ে যান। একপর্যায়ে যুবতিকে তারা কৌশলে একটি পুকুর পাড়ে নিয়ে দু’জন মিলে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তাদের দু’জনকে আসামি করে সোমবার সকালে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply