বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

কমলনগরের দুস্থ-অসহায়দের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে কর্মহীন হয়ে পড়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। কোস্টগার্ড পরিবারকল্যাণ সংঘের (পূর্ব জোন) ব্যবস্থাপনায় উপজেলার আটটি দুস্থ ও অসহায় পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এ ফাউন্ডেশনটির উদ্যোগে। ওই সব পরিবারের মাঝে কর্মসংস্থানের উপকরণ হস্তান্তর করেন কোস্টগার্ডের পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাইয়েদুল মোরসালিন। এ সময় একই জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ মহিউদ্দিন, রামগতি কন্টিনজেন্ট কমান্ডার মোনায়েম হোসেন ও স্থানীয় সমাজসেবক আবদুর রহমান দিদার উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড পরিবারকল্যাণ সংঘ সূত্রে জানা যায়, ওই সময় উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট, চরফলকন ও হাজিরহাট এলাকার পাঁচটি জেলে পরিবারকে মাছধরার নৌকা এবং দু’টি বিধবা পরিবারকে গরু ও সেলাই মেশিন দেওয়া হয়। পাশাপাশি একটি বিধবা পরিবারকে নির্মাণ করে দেওয়া হয় দোকানঘর।
এর আগেও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং কোস্টগার্ড পরিবারকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার নদীভাঙা ১৪টি পরিবারকে ঢেউটিন এবং সাড়ে তিন হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!