শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

উপকূল কলেজে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজিরহাট উপকূল সরকারি কলেজে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন শনিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় কলেজের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন, নুরুল করিম আজাদ, মো. জামাল উদ্দিন, মাহাবুবুর রহমান স্বপন, ফখরুল ইসলাম মিহির, প্রভাষক জাহাঙ্গীর আলম, মাকছুদুর রহমান, জেছমিন আক্তার, হুজ্জাত উল্যাহ যুবায়ের ও মাইনউদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রফিকুল ইসলাম জানান, প্রতিযোগিতায় ৪২টি ইভেন্টে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে। আগামী বৃহস্পতিবার সমপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!