শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

সেসিপ প্রকল্পের ১১৫ মডেল স্কুল জাতীয়করণ দাবি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেসিপ প্রকল্পের আওতায় আন্ডারসার্ভড এলাকায় স্থাপিত এমপিওভূক্ত  ১১৫ টি মডেল বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে মঙ্গলবার বিদ্যালয়গুলোর প্রধানদের এক সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। রমনা বটমূলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের মাটিয়াপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বিঞ্চুপদ দাস।
সভায় শিক্ষকরা জানান, বিদ্যালয়গুলো দূর্গম চরাঞ্চল, পিছিয়েপড়া, শিক্ষায় অনগ্রসর ও সুবিধাবঞ্চিত এলাকায় স্থাপিত। ফলে বিদ্যালয়গুলো এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখছে। বিদ্যালয়গুলো জাতীয়করণ হলে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি এলাকার দরিদ্র জনগোষ্ঠির ছেলেমেয়েদের পড়ালেখার সুযোগ আরও বাড়বে। তাই তারা অনতিবিলম্বে বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি জানান।
পরে সুশীল কুমার বাড়ৈকে সভাপতি ও মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে সেসিপ, এসইএসডিপি ও এফএসএসএপি-২ প্রকল্পভূক্ত বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়ন পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এছাড়া আবদুল লতিফকে সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান মানিককে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. শামসুল হককে কোষাধ্যক্ষ ও দেশের ৯টি শিক্ষাবোর্ডের অধীন ১ জন করে ৯ জন প্রতিনিধিকে মনোনীত করে নির্বাহী সদস্য নির্বাচন করা হয়।
নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!