শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বিভিন্ন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজিরহাট উপকূল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যের পক্ষে প্রতিনিধি একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার সফিক উদ্দিন , থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, যুবলীগের পক্ষে আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পীসহ, জেএসডি, বাসদ, বিকল্পধারা, হিন্দু- বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাসদ (মার্কসবাদী), প্রেসক্লাব, ও হাজিরহাট উপকূল সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে পুলিশ, আনসার-ভিডিপি ও শিক্ষার্থীদের কুচকাওয়াজসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Leave a Reply