বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জমিদারহাট ভাই ভাই কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রামগতি পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের প্রমুখ।
Leave a Reply