বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনি রানী দাস (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চরগাজী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি রানী ওই এলাকার ললিত মোহনের স্ত্রী।
স্থানীয়রা জানান, মনি রানী বাড়ির অঙিনায় ভেজা কাপড় শুকাতে গেলে ঝুলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply