বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৮:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং সেল এ খেলার আয়োজন করে। খেলায় হাজিরহাট উপকূল সরকারি কলেজ দল ৫-০ গোলে কমিউনিটি পুলিশ দলকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছার, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলাইমান, কমিউনিটি পুলিশিং সেল’র সভাপতি তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ও চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ প্রমুখ।
Leave a Reply