বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

এমপিওভুক্ত হলো কমলনগর-রামগতির ৭ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারাদেশের দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ওই সাতটি প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে কমলনগর উপজেলার চারটি ও রামগতি উপজেলার তিনটি প্রতিষ্ঠান রয়েছে।
শিক্ষামন্ত্রণলায় সূত্রে জানা যায়, কমলনগর উপজেলায় এমপিওভুক্ত প্রতিষ্ঠনগুলো হচ্ছে-ফজুমিয়ারহাট হাইস্কুল এন্ড কলেজ (নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শাখা), মতিরহাট হাইস্কুল (মাধ্যমিক শাখা), উদয়ন আদর্শ হাইস্কুল (মাধ্যমিক শাখা) ও মার্টিন জুনিয়র হাইস্কুল (নিম্ন মাধ্যমিক শাখা)।
অপরদিকে রামগতি উপজেলায় নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে-চর বাদাম রাস্তারহাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসা (আলমি শাখা), মালেক মোল্লা হাইস্কুল (মধ্যমিক শাখা) ও চর আফজাল আজাদ মেমোরিয়াল হাইস্কুল (মাধ্যমিক শাখা)।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!