বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

কমলনগরের লরেন্স-কালকিনির দু’টি ওয়ার্ডে উপনির্বাচন সোমবার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ও চরকালকিনি ইউনিয়ন পরিষদের দু’টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচনে চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ছয়জন এবং চরকালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তিন জনসহ নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন-চরকালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবু ছায়েদ (প্রতীক-মোরগ), রোমানা আক্তার রুমা (টিউবওয়েল) ও মো. নোমান (ফুটবল) এবং চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. ইসমাইল হোসেন (প্রতীক-তালা), আবদুল মালেক (মোরগ), এনামুল হাছান রাজু (ফুটবল), মো. মাইন উদ্দিন (টিউবওয়েল), মনির হোসেন (বৈদ্যুতিক পাখা) ও মো. আলাউদ্দিনকে (আপেল)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দু’টি ওয়ার্ডের দুইট কেন্দ্রের ১২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এ কাজে দুই জন প্রিজাইডিং, ১২ জন সহকারী প্রিজাইডিং ও ২৪ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন।
চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ২ হাজার ১১০ জন এবং চরকালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৫৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আক্তারুজ্জামান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের একজন উপপরিদর্শক, একজন সহকারি উপপরিদর্শক, তিনজন কনস্টেবল ও ১০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া ভোট চলাকালে র‌্যাব, বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সার্বক্ষণিক তদারকি করবেন।
প্রসঙ্গত, চরকালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন দীর্ঘদিন পরিষদের সাধারণ সভায় অনুপস্থিত থেকে অননুমোদিতভাবে সৌদি আরব অবস্থান করায় এবং চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন চেয়ারম্যান পদের উপনির্বাচনে অংশ নিতে সদস্য পদ থেকে পদত্যাগ করায় নির্বাচন কমিশন পদ দু’টি শূন্য ঘোষণা করে এ উপনির্বাচনের উদ্যোগ নেয়।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!