বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯, ০৮:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে গাছের নিচে চাপা পড়ে সুরাইয়া আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া মাছঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের জননী নিহত সুরাইয়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনের স্ত্রী।
চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ জানান, নিহত সুরাইয়ার স্বামী নিজাম দীর্ঘদিন ধরে অসুখে ভুগছেন। সংসারের খরচ ও স্বামীর চিকিৎসার জন্য সকালে সে লুধুয়া মাছঘাটে বিভিন্ন লোকের কাছে সাহায্যের জন্য যান। এলাকাটি ভাঙনকবলিত হওয়ায় ওই এলাকার বাসিন্দা এনামুল হক বাঘা বাগান থেকে সুপারি গাছ কাটছিলেন। ওই সময় গাছের নিচ দিয়ে যাওয়ার পথে সুরাইয়া একটি গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply