বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ০৬:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ও চরকালকিনি ইউনিয়ন পরিষদের দু’টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছয়জন এবং চরকালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তিনজন প্রার্থী রয়েছেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আকতারুজ্জামান জানান, চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ইসমাইল হোসেন, আবদুল মালেক, মো. রাজু, মাইন উদ্দিন, মনির হোসেন ও মো. আলাউদ্দিন এবং চরকালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে মো. আবু ছায়েদ, রুমা বেগম ও আব্দুল্লাহ আল নোমান মনোনয়নপত্র দাখিল করেন।
তিনি আরও জানান, ১৫ সেপ্টেম্বর ওই সব প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত।
প্রসঙ্গত, চরকালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন দীর্ঘদিন পরিষদের সাধারণ সভায় অনুপস্থিত থেকে অননুমোদিতভাবে সৌদি আরব অবস্থান করায় এবং চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন চেয়ারম্যান পদের উপনির্বাচনে অংশ নিতে সদস্য পদ থেকে পদত্যাগ করায় নির্বাচন কমিশন পদ দু’টি শূন্য ঘোষণা করে এ উপনির্বাচনের উদ্যোগ নেয়।
Leave a Reply