সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে ৪৮তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ১-০ গোলে হাজিরহাট মিল্লাত একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, নারী ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার।
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহাম্মেদ রতন, হাজিরহাট মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন ও ক্রীড়া ব্যক্তিত্ব রাম কৃঞ্চ দাস প্রমুখ।
এ সময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply