শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

কমলনগরে শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজনে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।


সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু তাহের, চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম আহসান উল্যাহ হিরন, মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উল্যাহ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকিব হোসেন সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!