শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ১২:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা সদর হাজিরহাটে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘শিশু কিশোর মেলা’ এ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু কিশোর মেলা’র জেলা সংগঠক নুরুল আলম, উপজেলা সংগঠক আকরাম হোসেন, মো. রাকিব হোসেন, পারভেজ মোশারেফ, ঝুটন মজুমদার, এমরান হোসেন ও মো. বাবলু প্রমুখ।
এ সময় বক্তারা নুসরাত হত্যাকা-ে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।
Leave a Reply