সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে নতুন বছরকে বরণ করা হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে রোববার উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘এসো হে বৈশাখ এসো এসো’ বর্ষবরণের এ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. লোকমান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস ও চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply