শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

কমলনগরে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কমলনগর উপজেলা শাখা এ সভার আয়োজন করে। এর আগে পাটারীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ‘দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকবো সারাক্ষণ; দেখলে পতাকা তিন, সর্বোচ্চ প্রস্তুতি নিন’-এ শ্লোগানে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র (সিপিপি) পাটারীরহাট ইউনিয়ন লিডার কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান আলোচক বিভাগীয় উপ-পরিচালক শরাফত হোসেন খান ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি এপ্রিল-মে এ দু’মাসকে দুর্যোগের মাস উল্লেখ করে সিপিপি স্বেচ্ছাসেবকসহ এলাকাবাসীকে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেন।
সভায় উপজেলা সিপিপি’র টিম লিডার সামছুদ্দোহা খোকন মিয়াসহ বিভিন্ন ইউনিটের লিডাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!