শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

মহানবীর রওজায় প্রধানমন্ত্রী

প্রতিবেদক : সৌদি আরবে মহানবী হযরত মোহাম্মদের (স.) রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ অক্টোবর) রাতে মদিনায় পৌঁছে মসজিদে নববীতে এশার নামাজ আদায়ের পর মহানবীর (স.) কবর জিয়ারত করেন তিনি। এসময় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
সৌদি সরকারের একটি বিশেষ বিমানে করে প্রধানমন্ত্রী বুধবার রাতে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়।

চার দিনের এই সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছানোর পর বুধবার সকালে সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

দুপুরে তিনি রিয়াদের রাজপ্রাসাদে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

বিকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হয়।

বৃহস্পতিবার মক্কায় ওমরাহ পালন শেষে আগামীকাল (শুক্রবার ১৯ অক্টোবর) তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!