শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে ক্রিকেটারদের শোক

প্রতিবেদক : বৃহস্পতিবারের সকালটি এদেশের সঙ্গীতাঙ্গনের জন্য হয়ে গেল শোকের সাগরে ভেসে যাওয়ার সকাল। একেবারেই নিরবে চলে গেলেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। আজ সকাল ১০টার কিছু পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
নব্বয়ের দশক থেকে ব্যান্ড সংগীতকে আলো দেখিয়ে তিন যুগের বেশি সময় কাটিয়েছেন তিনি। তার গান আর গিটারে মুগ্ধ মানুষ অগণিত। বাংলাদেশের ক্রিকেট দলেও রয়েছে তার ভক্ত। হঠাৎই প্রিয় মানুষকে এভাবে হারানোর খবর যেন বিশ্বাসই করতে পারছেন না টাইগাররা। তার এই আকস্মিক মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন ক্রিকেটটাররা। সেই সাথে জানাচ্ছেন তার প্রতি বিনম্র শ্রদ্ধা।

শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আইয়ুব বাচ্চু বাংলাদেশে রক মিউজিকের প্রবর্তক ছিলেন। তার এই আকস্মিক বিদায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা এই অসাধারণ সঙ্গীতশিল্পীর মৃত্যুতে সমগ্র দেশের মানুষের সঙ্গে শোক প্রকাশ করছি, যে সঙ্গীতের সীমানা অতিক্রম করে লক্ষ লক্ষ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন।’

মাশরাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে। এই শহর, গাড়ি, বাড়ি কিছুই রবে না- আইয়ুব বাচ্চু।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ফেসবুক আইডিতে শোক প্রকাশ করেছেন, ‘সকালে শুরুতে একটা দুঃখের খবর শুনতে হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

সাব্বির রহমান লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

রুবেল হোসেন জানান যে তিনি আইয়ুব বাচ্চুর বেশ বড় ধরনের ভক্ত। আইয়ুব বাচ্চুর পাশে বসা একটি ছবি দিয়ে বাংলাদেশের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সত্যি মানতে পারছি না। আমি ছোটবেলা থেকে জেমস ভাই, বাচ্চু ভাইদের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ভক্ত। সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম। আল্লাহ এটা কী হয়ে গেল। আসলে সবাইকে একদিন চলে যেতে হবে। এটাই বাস্তবতা। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন প্রিয় শিল্পীকে বেহেশত নসীব করেন, আমীন।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, ‘এই রূপালী গিটার ফেলে আপনি আমাদের ছেড়ে এতো তাড়াতাড়ি চলে যাবেন না ফেরার দেশে… ভাবতেও কষ্ট অনূভব করছি।’

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!