শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

ক্ষুরা রোগের ভ্যাকসিন উদ্ভাবন, পাওয়া যাবে ৬০ টাকায়

প্রতিবেদক : গবাদিপশুর ক্ষুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন করেছে দেশের একদল গবেষক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় এ গবেষণা হয়েছে। এতে সফলভাবে উদ্ভাবিত ‘ট্রাইভ্যালেন্ট টিকা’ ৬০ থেকে ৭০ টাকায় বাজারে পাওয়া যাবে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভ্যাকসিন উদ্ভাবনের বিষয়টি অবহিত করেন।
এ গবেষণায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং যশোর বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরও ১৬ গবেষক।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ক্ষুরা রোগ বাংলাদেশে গবাদি প্রাণীর একটি প্রধান সংক্রামক ব্যাধি। এ রোগের কারণে বাংলাদেশে প্রতিবছর ১২৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়। এ রোগ প্রতিরোধে টিকা প্রধানত আমদানি করা হয়। উদ্ভাবিত এই টিকা বাংলাদেশে বিদ্যমান ক্ষুরা রোগের তিন ধরনের ভাইরাসের সব ধরনের সংক্রমন থেকে গবাদিপশুকে সুরক্ষা দেবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সঞ্চরণশীল ভাইরাস দিয়ে টিকা উদ্ভাবন প্রাণিসম্পদ গবেষণার ক্ষেত্রে একটি মাইলফলক। প্রাণিসম্পদ উন্নয়নে ও সুরক্ষায় এ টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ট্রাইভ্যালেন্ট টিকা তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং খামারি পর্যায়ে প্রতিমাত্রা টিকা ৬০-৭০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।’
গবেষক দলের প্রধান ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘গত পাঁচ থেকে ছয় বছর আমরা কাজ শুরু করি। অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তবু এগিয়ে গিয়েছি। গবেষণায় ল্যাব স্থাপনসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে আমাদের দুটি উপ-প্রকল্পের আওতায় হেকেপ থেকে ১০ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।’
উদ্ভাবিত ভ্যাকসিনের পেটেন্ট নিবন্ধনের জন্য দেশে-বিদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, হেকেপ পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, ইউজিসি সদস্য ড. ইউসুফ আলী মোল্লা, ড. আক্তার হোসেন ও ড. জাফর ইকবাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অধ্যাপক এবং শিক্ষা মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে গবেষকদলের প্রধান ড. মো. আনোয়ার হোসেন টিকা উদ্ভাবন সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

নিউজটি শেয়ার করুন:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2018 Priyo Upakul
Design & Developed BY N Host BD
error: Content is protected !!